ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল-ক্রিকেট স্কুলের খুদে শিক্ষার্থীদের নিয়ে শিশু দিবসের অনুষ্ঠান পালন
WhatsApp Image 2025-11-15 at 17.27.39

ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল-ক্রিকেট স্কুলের খুদে শিক্ষার্থীদের নিয়ে শিশু দিবসের অনুষ্ঠান পালন

আজ (১৫ নভেম্বর ২০২৫, শনিবার) বিকেলে ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল স্কুলের খুদে শিক্ষার্থীদের নিয়ে শিশু দিবসের অনুষ্ঠান পালিত হলো পল্টু দাস মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবল স্কুলের কোচেরা, বিখ্যাত ফুটবলার বিকাশ পাজি, মেহেতাব হোসেন, অ্যালভিটো ডি কুনহা, সহ পল্টু দাস মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সমস্ত কর্ম সমিতির সদস্য ও সাধারণ সদস্যরা।
শিক্ষার্থীদের উৎসাহিত করতে সান্মানিক বক্তব্য পরিবেশন করেন প্রাক্তন ফুটবলার মেহেতাব হোসেন, অ্যালভিটো ডি কুনহা এ বং বিকাশ পাঁজি মহাশয়।
অনুষ্ঠানের শেষে প্রত্যেক শিক্ষার্থীর হাতে দলের পক্ষ থেকে সুষম পুষ্টিগুণ সম্পন্ন খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।
এছাড়া আজ সকালে ক্রিকেট কোচিং সেন্টারে আয়োজিত সমস্ত শিক্ষার্থী দের শিশু দিবসের শুভেচ্ছা ও শুভকামনা জানান দলের সেক্রেটারী বিকাশ দত্ত এবং কমিটি সদস্য মিন্টু দাস সহ সিনিয়র ক্রিকেট দলের সদস্য।
এত অল্প সময়ের মধ্যেও এত সুষ্ঠু এবং সুশৃংখল ভাবে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করবার জন্য দলের পক্ষ থেকে উপস্থিত প্রত্যেক সদস্য, সদস্যা এবং শিক্ষার্থীদের অভিভাবকদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।।
পল্টুরদার ভাবধারাকে অবলম্বন করে দল আগামী দিনে আরও সমৃদ্ধ হোক, আরো এরকম মহৎ উদ্দেশ্যে নিজেদের নিয়োজিত করে, বিভিন্ন কর্মসূচিকে সফল করুক এই কামনা করি।।
WhatsApp-Image-2025-07-25-at-21.55.18_9f9907ae(1)

Paltu Das Memorial Social Welfare Association

Every contribution counts. Help us continue our work for the marginalized.

Empowering Lives. Enriching Communities
Scanner
  • Bank Name – AXIS BANK LTD
  • Branch – SHYAMBAZAR, KOLKATA
  • PIN – 700 004
  • A/c No.– 923010038844721
  • IFSC: – UTIB000008
Join Us